Freelancer হবেন বা Freelancing কিভাবে শুরু করবেন [ পার্ট- ১]

Freelancing অনেক চমৎকার একটা আয়ের মাধ্যম কিন্তু আবার একটা বিষয় সত্যি যে Freelancing সবার জন্য নয় । মানে আসলেই সবাই Freelancing করতে পারে না বা Freelancer হতে পারে না । 

এখন কথা হলো যে ভাই এই Freelancing করে কেমনে ? 

আমাদের সময় আমরা ছোটবেলায় জীবনের লক্ষ্য রচনা লেখতাম যে আমরা বড় হয়ে ডাক্তার হব, Engineer হবো ব্লা ব্লা.........  আর এই সবাই সপ্ন দেখে Freelancing করবে Freelancing শিখবে।

যারা নতুন তারা লোকের মুখে মুখে শুনেই সপ্ন বানিয়ে নেয় যে ও Freelancer হবে । আবার অনেকে ভাবে যারা ফ্রি তে কাজ করে দেও তারাই বুঝি Freelancer ।😛😛😛😛

আমাদের অনেকেই জানে না যে আসলে Freelancing কি? এটা খায় না গায়ে মাখে? একটি বাড়ি একটি খামার প্রকল্পের মত কোন কিছু না জেনেই তারা একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ নিয়েই Freelancing করতে বা Freelancing শিখতে মাঠে নেমে দৌড়ানো শুরু করে। কিন্তু তারা এটা জানতে চায়না বা বুঝতে চায়না যে Freelancing শিখতে হয় না, কাজ শিখতে হয়। নিজেকে দক্ষ বানাতে হয়। নিজে কোন একটা কাজ শিখে সেই কাজের দক্ষতার মাধ্যমে অনলাইন বা অফলাইনে অন্যের কোন কাজ করে দিয়ে বিনিময়ে টাকা উপার্জন করাটাকেই যে Freelancing বলে এই সহজ বিষয় তারা বুঝতে চায়না বা কেউ বুঝাতে গেলেও দিগুন গতিতে উল্টা দৌড় দেয়।

আপনি যদি একজন Freelancer হতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় আগে থেকেই ভালভাবে জেনে নিতে হবে বা বুঝতে হবে। সেগুলো কি?

Freelancer হতে হলে সবার প্রথমে আপনাকে আপনার লক্ষ্য ঠিক করতে হবে।

১। আপনি আসলে কি জন্য Freelancer হবেন বা Freelancing করবেন? খুশিতে, আনন্দে, ঘুরতে, ঠ্যালায়?

২। শখের বশে? পাশের বাসার বড় ভাই করে তাই আপনিও করবেন?

৩। অনেক বেশি ইনকামের জন্য?

৪। আপনি কি কোন মার্কেট প্লেসের মাধ্যমে Freelancing শুরু করবেন?

৫। নাকি নিজেই নিজের ক্লায়েন্ট খুঁজে কাজ করবেন?

আপনি নিজেকে কতটুকু জানেন বা চিনেন সেটা আগে বুঝতে হবে।

১। Freelancer হওয়ার জন্য পর্যাপ্ত পরিমান ধৈর্য আপনার আছে?

২। নিজেকে কোন কাজ শিখে দক্ষ করার জন্য পর্যাপ্ত পরিমান সময় এবং টাকা ব্যয় করার সামর্থ্য আছে?

৩। Freelancer হলে সব সময় যে বায়ার থাকবে বা কাজ থাকবে তা কিন্তু না। জোয়ার ভাটা যাবে। সেটা মোকাবেলা করতে পারবেন?

৪। আপনাকে অনেক পরিমান কাজের চাপ নিতে হতে পারে বা বায়ারের বার বার এই ঐ কাজের রিভিশন দিতে দিতে মেজাজ খিটমিট হয়ে যেতে পারে। সে সময়ে ঠাণ্ডা ভাবে বায়ারের সাথে কথা বলতে পারবেন বা কাজের এত চাপ নিতে পারবেন?

৫। নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করতে পর্যাপ্ত সময় দিতে হবে বা অনেক অপেক্ষা করতে হবে, সেটা পারবেন?

.

কাজ পেতে হলে আপনাকে একটা নিয়ম মাফিক প্ল্যান মেনে চলতে হবে। এই মাসে অনেক কাজ পেলেন কিন্তু পরের মাসে পাবেন কিনা তার ঠিক নাই। যদি না পান তখন কি করবেন? বা সব সময় সমান পরিমান কাজ পেতে আপনাকে সেই ভাবে আপনার বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। সেভাবে করতে পারবেন তো? যদি আশানুরূপ ফলাফল না পান তাহলে নতুন উদ্যমে নতুন ভাবে শুরু করতে পারবেন? নাকি হতাশার চাদর মুড়ি দিয়ে ঘুমাবেন?

.

যদি পর্যাপ্ত কাজ না পান তাহলে Backup প্ল্যান আছে তো বা ফাইনান্সিয়ালি সাপোর্ট? যদি উপরের বিষয় গুলো মেনে বুঝে সেই অনুযায়ী সব কিছুর সঠিক উত্তর বা কারণ আপনার থাকে তাহলেই আপনি নিজেকে একজন Freelancer বা Freelancing করার জন্য উপযুক্ত মনে করতে পারেন। অন্যথায় নয়।

আজ এতুকুই। বাকি কথা অন্য একদিন বলবো। সে পর্যন্ত নিজেকে নিয়ে নিজে রিসার্চ করেন। আপনি আসলে কেন Freelancer হবেন এবং কোন কাজ শিখে Freelancer হতে চান সেটা নিয়ে ভাবুন। 




 ধন্যবাদ ব্লগ টি পড়ার  জন্য । ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন  এবং আপনার বন্ধুদের জানতে সাহায্য করেন । 

৩টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.