ফ্রিল্যান্সিং নিয়ে , নতুনদের ভাবনা

আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন না ,শুধু অন্যের  ইনকাম করার Journey মাঝেমধ্যে ইউটিউবে, ফেসবুক, অনেক সফল ফ্রিল্যান্সারদের দের এর গল্প শুনেন।  বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে সফল ফ্রিল্যান্সারদের নিয়ে প্রতিবেদন দেখে উৎসাহিত হোন।  অনেকেই মার্কেটপ্লেসে কাজ পেয়ে স্ক্রিনশট অথবা ফ্রিল্যান্সিং এর সফলতার পোস্ট চোখে পড়ে।

কিন্তু তাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা শুন্য অথবা কিছু কিছু জানেন। শুধুমাত্র তাদের জন্য এই আজকের ব্লগ টি তাই  সম্পূর্ণ পড়বেন।

তাদের জন্য কয়েকটা মূল্যবান বিষয় পয়েন্ট আকারে দেওয়া হল,


  •  ফ্রিল্যান্সিং মোটেও ছেলে খেলা বিষয় নয়, যেটা যে কেউ যখন তখন করতে পারে।

  •  ফ্রিল্যান্সিং কে কেউ পার্ট টাইম হিসেবে ভেবে কেউ আগাতে পারবেন না কারণ এখানে পার্ট টাইম অথবা ফুল টাইম বলতে কিছু নাই ১০০% এফোর্ট এখানে দেওয়া লাগবে টাইমের কোন লিমিটেশন নাই।

  • এই যে বললাম সময়ের কোন লিমিটেশন নাই তাই বলে এমন নয় যে আপনি সারাদিন কাজ করবেন প্রথমে আপনাকে আনলিমিটেড সময় এখানে দেওয়া লাগবে এবং মেধা খাটাতে হবে নিজে নিজে, এটি এমনি এমনি চলে আসবে না।

  •  ফ্রিল্যান্সিং মুক্ত পেশা ঠিকই কিন্তু এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে । তাই প্রথমে আকাশকুসুম চিন্তা করবেন না ।

  • অনেকেই মনে করেন তিন মাস, ছয় মাস অথবা এক বছর পর ঠিকই ইনকাম করবেন তবে আমি বলে যেতে চাই আপনি কখন ইনকাম করবেন এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ আপনাকে গাইডলাইন দেওয়া হবে সেই গাইড লাইনটি যদি আপনি নিতে পারেন এবং সেইভাবে কাজ করতে পারেন তাহলে কিছু না কিছু রেজাল্ট আসবেই।

  • তবে ফ্রিল্যান্সিং কোন অটোমেটিক প্রসেস না , এখানে আপনি নির্ভরশীল হয়ে খুব একটা দূরে যেতে পারবেন না ( এমনকি কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি ) তাই যারা ফ্রিল্যান্সিংয়ের সফল তাদের কাছে প্রশ্ন করে দেখতে ‌ তারা জীবনে কতটা নির্ভরশীল ছিলেন।

  • নিজের মেধা শ্রম কাজে লাগাই এখান থেকে আপনি পয়সা কামাতে পারবেন।

  • যারা দূর থেকে ধারণা করেন কোর্স করবেন প্রোফাইল খুলবেন আর হাজার হাজার ডলার, তাদের জন্য ছোট্ট একটা মেসেজ একবার ট্রাই করেই দেখুন না, কয়েক মাস পর ঠিকই বুঝতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করেন তারা কি জিনিস। তবে সঠিক প্রসেসে এগিয়ে গেলে কিছু না কিছু রেজাল্ট আসবেই।

  • কখনো ফ্রিল্যান্সিং এবং চাকরি দুটি পাল্লায় মাপবেন না।

কারণ ফ্রিল্যান্সিং একটি সম্পূর্ণ ব্যবসা , যেখানে আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ থাকে, এবং যে কোন ব্যবসাতেই স্থায়ী কোন ইনকাম থাকে না, তাই কখনো বলবেন না ফ্রিল্যান্সিংয়ে ভবিষ্যৎ নাই। ‌ চাকরি অথবা ফ্রিল্যান্সিং দুটিই ভালো যার যেটা ভালো লাগে।

তবে কখনো এমন খবর আপনার কানে আসবেনা যেখানে একজন সফল ফ্রিল্যান্সার এখন ফুল টাইম চাকরি করতেছে। অথবা শুনেছেন অথবা শুনবেন একটি সরকারি অথবা প্রাইভেট কোন পোস্টে ড কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করতেছে।
‌ 


তাই পরিশেষে বলতে চাই ফ্রিল্যান্সিং নিয়ে পর্যাপ্ত জ্ঞান ‌ ছাড়া কোন মন্তব্য করবেন না।

চাকরি এবং ফ্রিল্যান্সিং দুটিই ভালো যে যেটা করে স্বাচ্ছন্ন বোধ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.