নতুন ব্যবসার শুরু করতে যেই বিষয় গুলো ইম্পর্টেন্ট

ব্যবসা ছাড়া অনেক টাকা গাড়ি, বাড়ী করাটা সত্যিই কঠিন। আর ব্যক্তিগত জীবনের স্বাধীনতা আনতে অবশ্যই ব্যবসার বিকল্প নেই। তাই যারা ব্যবসা করতে চান, ব্যবসা করার আগে মার্কেটিং কনসালটেন্ট লাগবে যেভাবে ক্লায়েন্ট বা কাস্টমার পাবেন মূলত এরাই ব্যবসায়ের টাকা দিয়ে থাকে।

 

 যার দ্বারা লাভ হয়। অর্থাৎ সেলস টা কিভাবে পাবেন সেটা প্রথম জানতে হবে সঠিক ভাবে। কেন বার বার সেলস এর কথা বলছি, আসলে এটাই ব্যবসার মূলমন্ত্র । কোন দিক বিক্রির কৌশল না জানলে ব্যবসাটা শুরু করার দরকার নেই।



  

টাকা ছাড়া ব্যবসার আইডিয়া

 

যারা চাকরি করেন বা ব্যবসা করার জন্য পূজি নেই , কিন্তু মনে সাহস আছে আসলে তার ধারনাটাই ভূল। টাকার কাজ টাকাই করতে পারে। টাকার বিকল্প টাকাই। যদি মিনিমাম ৫০০,০০০-১০,০০০০০ টাকা না থাকে ব্যবসা করার কথা ভাবতেই পারবেন না।

 

 অনেকে মনে করেন আমার স্কিল আছে আমি তো ব্যবসা করতেই পারি, কিন্তু ভুল ধারনা। কারন স্কিল দিয়ে ব্যবসা হয় না। ব্যবসায় সার্ভিস বা প্রডাক্ট লাগে তা বিক্রি করতে হবে। যদি ফ্রিলান্সিং চিন্তা করেন সেটা আলাদা। 

 

মার্কেটিং টিম গঠন 

 

মার্কেটিং টিম গঠন ছাড়া ৭০% কোম্পানি শুরু হয়ে থাকে। কিছুদিন যাবার পরে ঐ কোম্পানি আর দাঁড়িয়ে থাকতে পারে না। কারন সেলস যদি না হয় টাকা আসবে কিভাবে তাইনা। 

 

আবার কিছু ব্যবসায় অতিরিক্ত মার্কেটিং টিম বা ম্যান পাওয়ার থাকে যাদের ৪০% লোক আনস্কিল বা প্রপার ভাবে টার্গেট অডিয়েন্স বুঝে কাজ করতে পারছে না। শুধু মাত্র একটা ভাল ডিজিটাল মার্কেটিং স্ট্যাটেজির জন্য।

 

 ডিজিটাল মার্কেটিং স্ট্যাটেজি হলো ব্যবসার প্রধান সূত্র টাকা আয় করার জন্য। 

 

তাই আপনার ব্যবসার বর্তমান অবস্থা তা ভেবে দেখুন কি কারনে সামনের দিকে যাচ্ছে না বা অনেক রেভিনিউ  অর্জন করতে পারছেন না। 

 

আপনার  সমস্যার কথাগুলো আমাকে বলুন বা মিটিং করুন দ্রুত  WhatsApp: ( +8801581330246) ( 𝘖𝘯𝘭𝘺 𝘔𝘦𝘴𝘴𝘢𝘨𝘦 )

 

বিস্তারিত কথা বলে – দেখুন আপনার মার্কেটিং প্রবলেম গুলো সমাধান এর নতুন কোনো রাস্তা পান কি না। 

 

নতুন নতুন ক্লায়েন্ট

 

যদি প্রতিনিয়ত নতুন ক্লায়েন্ট আনতে না পারেন তবে আয় বৃদ্ধি হবে না। তার জন্য ডিজিটাল মার্কেটিং স্ট্যাটেজি আপডেট করতে হয়।

 

 শুধুমাত্র ফেসবুক এড দিয়েই সব দিক হয়ে যায় না। তাই কিছু দিন পর আপনার সেল বন্ধ হয়ে যায়। এর সাথে কথা বলে দেখুন, আপনার কোনো জটিল সমাধান দিতে পারে কিনা। কথা বা আলাপ করতে  টাকা লাগবে না, ফ্রি ৩০ মিনিট মিটিং।  

 

শেষ কথা

 

আপনার ব্যবসায় যদি ডিজিটাল মার্কেটিং কন্সাল্টিং এর দরকার হয়। অবশ্যই আপনি যোগাযোগ করুন – WhatsApp -+8801581330246  or email : sfmjamil0255@gmail.com

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.