⚠️ফ্রিল্যান্সিং নাকি চাকুরী ?
ফ্রিল্যান্সিং নাম টা শুনতেই আমাদের মনে একটা বিভ্রান্তি চলে আসে । আর হ্যাঁ আমরা যখন বড় কোন সিদ্ধান্ত তখন আমাদের মনে স্বাভাবিক ভাবে বিভ্রান্তি চলে আসে ।
মনে মনে প্রশ্ন আসে,
- ক্যারিয়ার টা কিভাবে গুছিয়ে নেওয়া যায় ?
- কিভাবে কারিয়ার_এ সফললতা পাওয়া যায়......... ?
- ক্যারিয়ার কি দিয়ে শুরু করা যায় ?
- ক্যারিয়ার গঠনে কি করা দরকার ?
ক্যারিয়ার এ কি করতে হবে এবং কিভাবে সফলতা আসবে ?
নিজের ইচ্ছে, এবং স্বপ্ন লক্ষ ৫০% আপনার ক্যারিয়ার এ সাফল্য আর বাকি ৫০% হলো একটা ভালো প্লাটফর্ম, ধৈর্য আর ভাগ্য যা আপনার ভবিষ্যৎ-কে আলোকিত করবে।
সবকিছুর মূল হলো নিজের লক্ষ্য । লক্ষ্য ঠিক রেখে নিজেকে সেই ভাবে প্রস্তুত করা, দক্ষতা অর্জন করা । তারপরে সফলতা আশা করা যায় ।
বিভ্রান্তি এই জিনিস টা কিভাবে দূর করা যায় ?
আপনি যদি অফিস আদালত অথবা যে কোন চাকরি তে জয়েন করলে আপনাকে সেখানে স্ব-শরীরে উপস্থিত হতে হবে । রোদ বৃষ্টি ঝড় ইত্যাদি উপেক্ষা করে আপনাকে অফিস এ পৌছাতে হবে ।
যদি আপনার একটু দেরী হয় তাহলে আপনাকে বসের গালি শুনতে হবে এবং অপমান সহ্য করতে হবে ।
আর যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনাকে কোন দিকে দৌড়াতে হবে না আপনি বাসায় বসে ক্লায়েন্ট এর Deadline এর আগে তার কাজ বুঝিয়ে দিলেই হয়।
যদি আপনি বেতন এর কথা বলেন তাহলে আপনি অফিসে ফুল টাইম জব মানে (১০ ১০-১২ ঘন্টা) কাজ করে মাস শেষে বেতন পাবেন ।
আর ফ্রিল্যান্সিং এ আপনি যত কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ।এটা নির্ভর করবে আপনার দক্ষতা এর উপর । আপনি যত ভালো মানের দক্ষ হবেন তত ভালো কাজ পাবেন এবং তত ভালো ইনকাম করতে পারবেন । এখানে কোন বেতন প্রক্রিয়া নেই আপনি নিজেই নিজের বস ।
চাকুরী এর ক্ষেত্রে আপনি একটু আধটু কাজ জানলেই আপনি কাজ শিখে শিখে কাজে অবিজ্ঞতা বাড়াতে পারবেন ।
কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার সফলতা এর মূল অর্জন হলো দক্ষতা ।
ফ্রিল্যান্সারদের একটি কথা আছে Learn, Earn & Have Fun.
পরিশেষেঃ
যারা ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে নিতে চাও তাদের অবশ্যই সময় ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে ।
এরপর, সময়ের সাথে সাথে নিজেদের পেশাদারি অভিজ্ঞতাও বাড়িয়ে পেশাদারি গুরুত্বও বাড়াতে হবে।
কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে গেলে, ছুটি নেওয়াটাও কিন্তু জরুরি।
তাই, আপনার ব্যক্তিগত ও পেশাগত স্বার্থ মিটে গেলে, অতিরিক্তিও কাজের চাপগুলোকে না বলতে শেখাটাও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে ফ্রিল্যান্সিং হল সময়ের সঙ্গে বেড়ে ওঠার পাশাপাশি অভিজ্ঞতা বৃদ্ধির পেশা, যা একমাত্র সময়ের সাথেই শেখা সম্ভব।
Thank you Sir, for your valuable lecture. 💚 Love for endless.
উত্তরমুছুন😍👋
মুছুন